স্কুলগেট ভেঙে শিশু শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলায় খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে ৬ বছরের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত শ্রাবণ দেওয়ান উপজেলার নারাং খাইয়া এলাকার প্রণয় দেওয়ান ও বাসনা চাকমার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী শ্রাবণ আজ বুধবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে প্রবেশ করার সময় হঠাৎ গেটটি ভেঙে তার ওপর পড়ে। গুরতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে বিচার চেয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি অবশ্যই স্কুল কর্তৃপক্ষের গাফিলতি। আমরা বিস্তারিত খতিয়ে দেখব। ঘটনার তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।'

Comments