লোকসভা অধিবেশন: প্রথম দিনেই বিরোধীদের তোপের মুখে পড়তে পারে মোদি সরকার

ভারতের সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে লোকসভার প্রথম অধিবেশনের উদ্বোধন করেন। ছবি: এএফপি
ভারতের সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে লোকসভার প্রথম অধিবেশনের উদ্বোধন করেন। ছবি: এএফপি

লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনেই  বিরোধীদের তোপের মুখে পড়তে যাচ্ছে মোদি সরকার।

বিরোধী দলের সদস্যরা মূলত দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনডিএ জোট সরকারকে বিপাকে ফেলতে চাইছে। 

প্রোটেম স্পিকার নিয়ে বিতর্ক

আজ সোমবার বিজেপি সাংসদ ভর্তৃহরি মহাতবকে প্রোটেম স্পিকার হিসাবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রোটেম স্পিকারের দায়িত্ব হচ্ছে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত লোকসভার কাজ সামলানো ও লোকসভার সদস্যদের শপথবাক্য পাঠ করানো। প্রথম দিন লোকসভার ২৮০ জন সদস্য শপথ নেয়ার কথা।

রীতি হলো, লোকসভার সবচেয়ে প্রবীণ সাংসদ প্রোটেম স্পিকার হন। কে সবচেয়ে প্রবীণ তা ঠিক হয়, তিনি কতবার লোকসভায় জিতে এসেছেন তার উপর। মহাতব লোকসভায় সাতবার জিতে আসা সাংসদ। কংগ্রেসের বক্তব্য, তাদের সাংসদ সুরেশ আটবার লোকসভায় জিতে এসেছেন। তাই তাকে প্রোটেম স্পিকার করা উচিত ছিল। প্রতিবাদে তারা ঠিক করেছে, সরকার ও প্রোটেম স্পিকার যে লোকসভা পরিচালনার যে প্যানেল তৈরি করেছে, তাতে কংগ্রেসের কেউ থাকবেন না।

সংসদীয়মন্ত্রী কিরণ রিজিজুর বক্তব্য, মহাতব পরপর সাতবার জিতে এসেছেন, সুরেশের এই রেকর্ড নেই। তাই তাকে প্রোটেম স্পিকার করা হয়েছে।

পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্ক

কংগ্রেসসহ বিরোধীরা ঠিক করেছে, প্রথম অধিবেশনেই তারা সরকারকে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি নিয়ে কোণঠাসা করতে চায়। বিরোধীরা দুইটি প্রধান প্রশ্ন করতে চায়। পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায় সরকার কেন নেবে না? দ্বিতীয়ত, নেট পরীক্ষা বাতিল করা হলো, কিন্তু নিট কেন বাতিল করা হলো না? সারা দেশজুড়ে পরীক্ষার্থীরা দাবি করার পরেও কেন তা বাতিল করা হচ্ছে না?

বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। ছবি: এএফপি
বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। ছবি: এএফপি

গত শনিবার সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি সুবোধ সিং-কে পদ থেকে সরিয়ে দিয়েছে। সাত সদস্যের প্যানেল তৈরি করেছে, যারা এই সংস্থার কাজকর্ম খতিয়ে দেখবে। পরীক্ষা সংস্কার নিয়ে সুপারিশ করবে। কিন্তু বিরোধীদের দাবি, এটা যথেষ্ট নয়। মানব সম্পদ উন্নয়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে কংগ্রেস দেশজুড়ে বিক্ষোভ দেখিয়েছে। রাহুল গান্ধী বলেছেন, তারা সংসদে প্রশ্নফাঁসের বিষয়টি তুলবেন এবং সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য করবেন।

বিরোধীরা ঐক্য দেখানোর জন্য ঠিক করেছেন, ইন্ডিয়া জোটের শরিক দলের সব সংসদ সদস্য একসঙ্গে লোকসভায় ঢুকবেন। তার আগে বিরোধী দলীয় আইনপ্রণেতারা সংসদ ভবনের সামনে সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। দাবি করেছেন, সংবিধানকে রক্ষা করতে হবে।

মোদি যা বললেন

সংসদ ভবনের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিকদের বলেছেন, 'দেশ চালাতে মতৈক্য দরকার। তাই আমি নিরন্তর চেষ্টা করব সকলকে সঙ্গে নিয়ে দেশের সেবা করতে। আমি সবার আশা-আকাঙ্ক্ষাকে পূর্ণ করব। আমি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই।'

১৮তম লোকসভার প্রথম দিনের প্রথম অধিবেশনের আগে মোদির এই কথা তাৎপর্যপূর্ণ। কারণ, এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাদের এনডিএ জোটের শরিক দলের ওপর সংখ্যাগরিষ্ঠতার জন্য নির্ভর করতে হবে। তাই মোদি লোকসভার অধিবেশন শুরুর প্রথম দিনেই মতৈক্যের কথা বললেন।

তবে মোদি বলেছেন, জরুরি অবস্থার পঞ্চাশ বছর হতে চলেছে। তা কেউ ভুলবে না। সেসময় সংবিধানকে শেষ করা হয়েছিল, দেশকে জেলখানা বানানো হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। গণতন্ত্র ও সংবিধানকে বাঁচাতে দেশবাসী শপথ নেবেন, আর কাউকে ভবিষ্যতে এই কাজ করতে দেওয়া হবে না।

মোদি বলেছেন, 'মানুষ পার্লামেন্টে গোলমাল চায় না। ভালো বিরোধীদল চায়। দায়িত্বশীল বিরোধীদল চায়। আশা করব, বিরোধীরা এই আশা পূর্ণ করবে।'

Comments

The Daily Star  | English
Quarterly FDI inflow to Bangladesh

Waning foreign investment a wake-up call for policymakers

The inflow of foreign direct investment (FDI) into Bangladesh is facing critical challenges as a plethora of factors have caused it to stagnate to a mere 0.5 percent of the country’s gross domestic product in recent years.

15h ago