সহিংসতায় মণিপুরের ১১ কেন্দ্রে ভোট বাতিল, সোমবার আবার ভোট

মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফালের খুরাই ভোটকেন্দ্রে সহিংসতার জন্য ভোট বাতিল হয়েছে। ছবি: রয়টার্স
মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফালের খুরাই ভোটকেন্দ্রে সহিংসতার জন্য ভোট বাতিল হয়েছে। ছবি: রয়টার্স

ভারতের সাধারণ নির্বাচনে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের ১১ ভোটকেন্দ্রে সহিংসতা ও ভোটিং মেশিন ভাংচুরের কারণে ভোট বাতিল করা হয়েছে। আগামীকাল সোমবার আবারও এই কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হবে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

মনিপুরের প্রধান নির্বাচন কর্মকর্তা শনিবার দিনের শেষে এক বিবৃতিতে জানান, নির্বাচন কতৃপক্ষ ১১ ভোটকেন্দ্রের ভোট বাতিল করেছে এবং নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে।

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতের সাধারণ নির্বাচন। ১ জুন পর্যন্ত এই নির্বাচন চলবে।

মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফালের একটি ভোটকেন্দ্রে সারিবদ্ধ হয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: রয়টার্স
মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফালের একটি ভোটকেন্দ্রে সারিবদ্ধ হয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: রয়টার্স

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি আবারও নির্বাচনে জিতে টানা তিনবারের মতো ভারতের শাসনভার গ্রহণ করবেন—এমনটাই পূর্বাভাষ দিয়েছেন বিশ্লেষকরা।

প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টি অনিয়মের অভিযোগ তুলে মনিপুরের ৪৭টি কেন্দ্রে ভোট বাতিল ও আবারও ভোট গ্রুহণের দাবি করেছে। কংগ্রেস অভিযোগ করেছে, এসব কেন্দ্রে ভোটিং বুথ দখল করে কারচুপি করা হয়েছে।

সহিংসতার ঝুঁকি থাকলেও মনিপুরের অসংখ্য মানুষ শুক্রবার ভোট দিতে ভোটকেন্দ্রে উপস্থিত হন।

গত এক বছরেরও বেশি সময় ধরে মনিপুরে জাতিগত সংঘর্ষে অন্তত ২২০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago