ফুলদানির ফুল দীর্ঘদিন তাজা থাকবে যেভাবে

ভালোবাসা দিবসে নিশ্চয়ই একটি ফুলের তোড়া উপহার পেয়েছেন। হয়তো আপনার সঙ্গী কিংবা কোনো প্রিয় মানুষের কাছ থেকে এসেছে। অথবা হতে পারে আপনার মা দিয়েছেন, কারণ তিনি বুঝতে পারছেন আপনার জীবনের প্রেম এপ্রিলের তাজা গোলাপের চেয়েও দ্রুত গতিতে শুকোচ্ছে। সে যাই হোক, ফুল তো পেয়েছেন। সেজন্য আপনাকে অভিনন্দন। ফুল হাতে পাওয়ার পরই শুরু আসল চ্যালেঞ্জ। আর সেটা হলো ফুলগুলোকে দীর্ঘদিন ভালো রাখা।
আপনাকে এটা মেনে নিতেই হবে যে, ফুল হলো সম্পর্কের মতো। এর পেছনেও যথেষ্ট সময় দিতে হয়, যত্ন করতে হয়। আপনি যদি তা না করেন, তাহলে ফুলগুলো ঝরে পড়বে, বাদামি হয়ে একসময় ঝরেই পড়বে। অনেকটা আপনার ইচ্ছাশক্তির মতো। যেমন এ বছরের শুরুতেই হয়ত ভেবেছিলেন নিয়মিত জিমে যাবেন, কিন্তু সেই ইচ্ছাশক্তি কবেই ঝরে পড়েছে।
তবে চিন্তার কিছু নেই। কিছু পদক্ষেপ নিলে ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া পাওয়া ফুলও তাজা থাকবে দীর্ঘদিন। আর তা কীভাবে সেসব উপায়ই জানাব এখন।
নিয়ম মেনে ছাঁটাই
ফুলের তোড়া ভেঙে ফুলদানিতে রাখার কাজটি কিছুটা কৌশলী। যেনতেনভাবে এই কাজ করলে ফুলগুলো ঠিক করপোরেট হাউজে কাজ করতে করতে ক্লান্ত ইন্টার্নদের মতো মুষড়ে পড়বে। সেজন্য ফুলের ডাঁটাগুলো ডোবাতে হবে পানিতে, আর সেই পানিতে ডুবিয়ে রেখেই ৪৫ ডিগ্রি কোণে কাটতে হবে সেগুলো। কেন এটা করতে হবে? কারণ সমান করে ডাল কাটলে তা ফুলদানির নিচে সোজা হয়ে বসে থাকবে আর প্রয়োজন অনুযায়ী পানি শোষণ করতে পারবে না।
ডুবে থাকা পাতাগুলো ছেঁটে ফেলুন
আপনি যেমন আবর্জনাযুক্ত পানি পান করতে চাইবেন না, তেমনি ফুলগুলোও। তাই ফুলদানিতে পানির নিচে যেন কোনো পাতা ডুবে না থাকে। এতে পানিতে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। তাই পানিতে ডুবে থাকে এমন পাতাগুলো ছেঁটে ফেলুন।
সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করুন
উষ্ণ বা ঘরের স্বাভাবিক তাপমাত্রার পানি ফুলদানিতে ব্যবহার করতে হবে। খুব ঠান্ডা পানি দিলে ফুল শক পেতে পারে। আবার বেশি উষ্ণ পানি দিলে ফুল দ্রুত শুকিয়ে যায়। তাই ফুলদানির ফুলের জন্য একদম স্বাভাবিক তাপমাত্রার পানিই উপযুক্ত।
ফুলকে সঠিক খাবার দিন
ফুলদানিতে দেওয়ার জন্য কিছু প্যাকেটজাত খাবার পাওয়া যায়। সেগুলো আপনার কাছে থাকলে ব্যবহার করুন। অবশ্য যদি না থাকে তবে চিন্তার কিছু নেই। আপনি নিজেই খাবার তৈরি করে নিতে পারেন। শক্তি বাড়াতে চিনি, পিএইচ ভারসাম্য ঠিক রাখতে লেবুর রস এবং ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে এক ফোঁটা ব্লিচ মিশিয়ে নিন। এসবই দেওয়া হয় ফুলের স্থায়ীত্ব বাড়াতে। ফুল হলেও তারও তো স্বাস্থ্যবিধির কিছু বিষয় থাকে, তাই না?
নিয়মিত পানি বদলান
প্রতি দুদিন অন্তর পুরোনো পানি ফেলে দিয়ে ফুলদানিতে নতুন করে পানি দিন। তা না হলে আপনার ফুলের তোড়ার হাল হবে গরম ঘরে রেখে দেওয়া বিরিয়ানির মতো, যা থেকে দ্রুতই দুর্গন্ধ ছড়াতে শুরু করবে। কারণ পানি না বদলালে দ্রুত ব্যাকটেরিয়া তৈরি হয়, তা ফুলের ডালে আটকে যায় আর আপনি কিছু বুঝে ওঠার আগেই প্রিয় গোলাপগুলো শুকিয়ে যেতে শুরু করে।
শত্রুর কাছ থেকে দূরে রাখুন!
ফুল খুব রোমান্টিক জিনিস হলেও এর একটি ভীষণ শত্রু আছে। আর সেটি হলো ইথিলিন গ্যাস। এটি মূলত কলা এবং আপেলের মতো ফল থেকে নির্গত হয় এবং খুব দ্রুত ফুলকে নষ্ট করে দেয়। তাই আপনি যদি ফুলদানির ফুলগুলোকে দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে অবশ্যই ফলের ঝুড়ি থেকে একে দূরে রাখুন।
ঠান্ডায় রাখুন
ভ্যালেন্টাইনের তোড়াগুলো ঠান্ডা আবহাওয়া পছন্দ করে। যদি আপনার ঘর খুব গরম এবং আর্দ্র হয়ে থাকে তাহলে সেখানে টিকে থাকতে ফুলের কষ্ট হবে। সবচেয়ে ভালো ফল পেতে ফুলগুলোকে সারারাত ফ্রিজে রেখে দিন। এতে তারা দীর্ঘসময় ভালো থাকবে, যেমনটি আপনার ফ্রিজে থাকা খাবারদাবারগুলো থাকে।
নুয়ে পড়া ফুলের জন্য জরুরি সমাধান
যদি ফুলগুলো দ্রুত নুয়ে পড়তে শুরু করে তাহলে হাল ছেড়ে দেবেন না। ডাঁটাগুলো নতুন করে ছেঁচে দিন, এরপর সেগুলো উষ্ণ গরম পানিতে ৩০ মিনিটের জন্য চুবিয়ে রাখুন। এরপরেই দেখুন জাদু! কেমন তরতরিয়ে তারা নতুন করে জেগে ওঠে সেটাই দেখুন।
একটু ভালোবাসা আর যত্ন দিলে, ফুলদানিতে রাখা ফুল কয়েক সপ্তাহ পর্যন্তও ভালো থাকতে পারে। চেষ্টা করেই দেখুন।
অনুবাদ করেছেন শেখ সিরাজুম রশীদ
Comments