লম্বা চুলের নানা স্টাইল

লম্বা চুলের স্টাইল
ছবি: সাজ্জাদ ইবনে সাঈদ

২০২৪ সাল ফ্যাশনের নানা ট্রেন্ডের মাধ্যমে নিজেকে প্রকাশ করার সময়। বিশেষত চুলের স্টাইলের বিভিন্ন ট্রেন্ড চলবে এই বছরে।

চলুন দেখি আসি কীভাবে লম্বা চুলের যত্ন নেবেন এবং এ বছর কোন কোন চুলের স্টাইল আলোচনায় থাকবে। 

লম্বা চুলের যত্ন

দ্য পাউডার রুমের স্বত্বাধিকারী এশা রুশদী জানান, বিশেষত শীতকালে শুষ্ক চুলকে ময়েশ্চারাইজ করতে হেয়ার মাস্ক খুব ভালো কাজ করে।

তিনি বলেন, 'সাধারণ উপকরণ ব্যবহার করে বানানো মাস্ক যেমন কলা, দই এবং ডিম চুলের জন্য খুবই ভালো। এমন মাস্ক রুক্ষ ও প্রাণহীন চুলের ঝলমলে ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে।'

তিনি আরও বলেন, 'চুলের পুষ্টি ও হাইড্রেশন নিশ্চিত করতে গরম নারকেল তেল বা যেকোনো তেল ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। এটি সম্পূর্ণ চুলে পুষ্টি যুগিয়ে চুলকে ভালো রাখে। আজকাল রোজমেরি, জোজোবা এবং অন্যান্য তেল খুব সহজেই পাওয়া যায়। এগুলো চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।'

লম্বা চুলের স্টাইল

বার্বি পনিটেইল

বার্বি পুতুল এবং সম্প্রতি জনপ্রিয় হওয়া বার্বি সিনেমা থেকে অনুপ্রাণিত এই পনিটেইল মাথার ওপরের দিকে করা হয় এবং যেই রাবার ব্যান্ড বা স্ক্রাঞ্চি ব্যবহার করে পনিটেইলটি করা হয় সেটির চারপাশে কিছুটা চুল পেঁচিয়ে সেটি ঢেকে দেওয়া হয়। যদি আপনার চুল খুব ঘন হয় তাহলে চুলের এই স্টাইলটি খুব সহজেই আপনার পুরো সাজকে আকর্ষণীয় করে তুলবে এবং আপনাকে দেখাবে পুতুলের মতোই।

ব্যাংগস কাট বা সামনে বের করে রাখা কয়েক গুচ্ছ চুল এই হেয়ার স্টাইলটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। বার্বি পনিটেইল পশ্চিমা ধাঁচের পার্টি পোশাক বা প্যান্ট-স্যুটের সঙ্গে মানানসই।

ব্রেইডেড পনিটেইল

রিহানাকে ব্রেইডেড বা বেণি করা পনিটেইলে দেখা যাওয়ার পর এই বছর এই হেয়ার স্টাইলটি সবার বেশ নজর কেড়েছে। এই স্টাইলটি ঘন চুলের জন্য। এটি করার জন্য প্রথমে উঁচু পনিটেইল করতে হয় এবং এরপর বেণি করে নিতে হবে। ব্রেইডেড পনিটেইল একইসঙ্গে বৈচিত্র্যময় এবং ফ্যাশনেবল, যা যেকোনো পোশাকের সঙ্গে বেশ ভালো মানায়।

স্লিক অ্যান্ড ওয়েট

 চুলের সাজে ক্লাসিক 'ওয়েট লুক' হয়ে উঠেছে ভীষণ জনপ্রিয়।

এশা রুশদী বলেন, 'এ বছর অনেকেই সেলিব্রেটিদের বিভিন্ন ছবি নিয়ে আমাদের কাছে এসেছেন এবং তাদের মতো করে সাজতে চেয়েছেন। তাদের বেশিরভাগের চুলের স্টাইল ছিল বেশি পরিমাণে জেল ব্যবহার করে করা স্লিক বান এবং পনিটেইল। এই ধরনের হেয়ার স্টাইলে বিখ্যাত বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে অনেক বার দেখা গেছে। এটি যেকোন ট্র্যাডিশনাল পোশাক, পশ্চিমা ধাঁচের পোশাক এমনকি পাওয়ার স্যুটের সঙ্গেও খুব ভালো মানায়।'

মেসি বান

গত বছর এই হেয়ার স্টাইলটি ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করেছে বলা যায়।

এশা রুশদী বলেন, 'এই হেয়ার স্টাইলটি খুব ঘন চুলে করা কিছুটা কঠিন। তাই মাঝারি ঘনত্বের চুলের মানুষই বেশি আসেন স্টাইলটি করতে। হেয়ার স্টাইলটি ইভেনিং ড্রেসের সঙ্গে অনেক মানানসই। তবে শাড়ির সঙ্গে মেসি বানের তুলনা হয় না। শাড়ির সঙ্গে এই চুলের স্টাইল সবসময় স্নিগ্ধ দেখায়।'

ফুলেল বেণি

বেণির মাঝে গুঁজে দেওয়া জিপসি ফুল দেখতে কার না ভালো লাগে। চুলের এই সাজটি সবার নজর কাড়ছে এবার।

এশা রুশদী বলেন, 'বিশেষ করে কনেদেরএই বেণিতে দারুণ মানায়।'

লুজ কার্ল 

লম্বা চুলের এই স্টাইলটি সবসময় আলোচনায় থাকে। চুলজুড়ে হালকা ঢেউয়ের মত কার্ল অথবা শুধু চুলের নিচের দিকে করতে পারেন ওয়াটারফল কার্ল।

এশা রুশদী বলেন, 'এই হেয়ার স্টাইলটির কোনো তুলনা হয় না। সব বয়সী ক্লায়েন্টরা যেকোনো অনুষ্ঠানের জন্য এই স্টাইলটি বেছে নেন। এটি আমাদের সবচেয়ে জনপ্রিয় হেয়ার স্টাইল।'

অনুবাদ করেছেন সৈয়দা সুবাহ আলম

 

Comments

The Daily Star  | English
Bangladesh Govt Logo

All 64 DCs protest suggested change to promotion criteria for deputy secy post

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

1h ago