মৌসুমী হামিদের বিয়ের বেনারসি নিয়ে জানালেন ডিজাইনার

মৌসুমী হামিদের বিয়ে
বিয়ের সাজে মৌসুমী হামিদ ও তার বর আবু সাইয়িদ রানা। ছবি: সংগৃহীত

গত শুক্রবার বিয়ে করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা। বিয়ের অনুষ্ঠানে মৌসুমী পরেছিলেন একটি লাল বেনারসি খাদি শাড়ি, যার নকশা করেছেন খানসাব স্টুডিওর স্বত্বাধিকারী ও ডিজাইনার শাফায়েত হোসেন খান।

শাড়িটি নিয়ে কথা হয় শাফায়েতের সঙ্গে।

মৌসুমী হামিদ
ছবি: সংগৃহীত

তিনি বলেন, `মৌসুমী শুরু থেকেই লাল শাড়িতে ঐতিহ্যবাহী কনে সাজতে চেয়েছিলেন। একইসঙ্গে তার চাওয়া ছিল একটা ছিমছাম সাজ। তাই আমি ও আমার দল সিঁদুর লাল একটি বনেদী শাড়ি খুঁজে বের করেছি। অনেক খোঁজাখুঁজির পর তিনটি আলাদা বাজার ঘুরে এই বিশেষ শাড়িটি পেয়েছি। এর সঙ্গে মিলিয়ে সিঁদুররঙা ওড়না ডাই করে নিতে হয়েছে।'

এই অপূর্ব সুন্দর লাল বেনারসি খাদি শাড়িটিতে রয়েছে জারদোসি কাজে এমব্রয়ডারি করা কাতানের পাড়। তবে শাড়িটির মূল অংশ কোনো ধরনের বাড়তি নকশা বা কারুকাজ ছাড়াই সাদাসিধে রাখা হয়েছে, ঠিক যেমনটা মৌসুমী চেয়েছিলেন।

শাড়ির পাড়ে রয়েছে কল্কি মোটিফ, যা তার ওড়নাতেও ফুটে উঠেছে। শাড়ির সঙ্গে মিলিয়ে মৌসুমী কারুকাজপূর্ণ ব্লাউজ পরেছিলেন।

মৌসুমী হামিদ
ছবি: সংগৃহীত

শাফায়েত আরও বলেন, 'বর যেহেতু শেরওয়ানি পরেননি, আমরা তার পরনের কটিতেই মৌসুমীর সাজের সঙ্গে মিলিয়ে নকশা করেছি।'

শাফায়েত জানান, বর রানার একজন পাঞ্জাবি বন্ধু আছেন যিনি পাগড়ি ডিজাইনের দায়িত্ব নিয়েছিলেন।

মেকআপের দায়িত্বে ছিলেন জাহিদ খান। মৌসুমী খুবই ছিমছাম মেকআপ চেয়েছিলেন এবং সেভাবেই হয়েছে।

মৌসুমীর পছন্দের লাল বেনারসি খাদি শাড়িটি ঐতিহ্য ও আধুনিক মিনিমালিজমের এক মেলবন্ধন। মৌসুমীর এই পছন্দ শুধু তার ব্যক্তিত্বের আভিজাত্যই নয়, বহু যুগ ধরে চলে আসা কনের সাজ ও এর সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনও বটে।

অনুবাদ করেছেন অনিন্দিতা চৌধুরী

 

Comments

The Daily Star  | English
rise of foreign investment in Bangladesh

Bangladesh draws growing attention of foreign investors

Says Uber official in an interview with The Daily Star

11h ago