শাওমির বৈদ্যুতিক গাড়ি: কয়েক মিনিটেই প্রায় ৩ লাখ প্রি-অর্ডার

গতকাল বৃহস্পতিবার রাতে গাড়িটি উদ্বোধন করেন শাওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন। ছবি: রয়টার্স

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি তার প্রথম স্পোর্ট ইউটিলিটি ভেহিকেলের (এসইউভি) জন্য এক ঘণ্টায় প্রায় তিন লাখ প্রি-অর্ডার পেয়েছে।

যাকে এই শিল্পের জন্য 'একটি অলৌকিক মুহূর্ত' বলে উল্লেখ করেছে কোম্পানিটি।

ইলেকট্রনিক্স থেকে গাড়ি নির্মাতা হয়ে ওঠা কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন জানান, গ্রাহকদের প্রতিক্রিয়া দেখে তিনি অভিভূত।

গতকাল বৃহস্পতিবার রাতে গাড়িটি উদ্বোধনের পর তিনি বলেন, 'হে ঈশ্বর, মাত্র দুই মিনিটেই আমরা এক লাখ ৯৬ হাজার পেইড প্রি-অর্ডার এবং এক লাখ ২৮ হাজার লক-ইন অর্ডার পেয়েছি।'

তিনি আরও বলেন, 'আমরা হয়তো চীনের স্বয়ংচালিত শিল্পে একটি অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছি।'

পরে কোম্পানির বৈদ্যুতিক যানবাহন বিভাগ তাদের অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্টে জানায়, প্রথম এক ঘণ্টার বিক্রির মধ্যেই পাঁচ সিটের ওয়াইইউ৭ মডেলের গাড়িটির দুই লাখ ৮৯ হাজার প্রি-অর্ডার এসেছে। এর প্রারম্ভিক মূল্য দুই লাখ ৫৩ হাজার ৫০০ ইউয়ান (প্রায় ৩৫ হাজার ডলার) থেকে শুরু।

এতে হংকংয়ে তালিকাভুক্ত শাওমির শেয়ারের দাম এক লাফে আট শতাংশ পর্যন্ত বেড়ে যায়, পরে কিছুটা কমলেও তা রেকর্ড উচ্চতায় আছে।

এএফপি বলছে, বেইজিং-ভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান গত বছর এসইউ৭ ইভি মডেলের মাধ্যমে প্রথমবারের মতো গাড়ি তৈরির দিকে পা বাড়ায়, যা দেশীয় ভোক্তাদের চাহিদা বৃদ্ধির একটি বড় উদ্যোগের অংশ।

তবে এ ধরনের গাড়ির বুদ্ধিমান ড্রাইভিং ফিচারের প্রতি প্রাথমিক আগ্রহ কমে যায়, গত মার্চে যখন একটি শাওমি এসইউ৭ মডেলের গাড়ি দুর্ঘটনায় পড়ে। গাড়িটি সহায়ক ড্রাইভিং মোডে ছিল এবং সেই দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং চলতি সপ্তাহে তিয়ানজিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে চীনের 'প্রধান ভোক্তা শক্তি' হয়ে ওঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং ইলেকট্রিক যানবাহনের মতো উচ্চ মূল্যের পণ্যের জন্য চাহিদা বৃদ্ধিতে নীতির ওপর জোর দেন।

Comments

The Daily Star  | English

Advisory council forms new pay commission

Zakir Ahmed Khan has been appointed as the head of the commission

57m ago