বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি

বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
২৮ ডিসেম্বর চীনের বেইজিংয়ে একটি অনুষ্ঠানে শাওমি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ির মডেল উন্মোচন করে। ছবি: রয়টার্স

চীনা স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাওমি প্রথম বৈদ্যুতিক গাড়ির মডেল উন্মোচন করেছে। তারা জানিয়েছে, বিশ্বের শীর্ষ পাঁচ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের একটি হতে চায় শাওমি।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শাওমির প্রধান নির্বাহী লেই জুন জানিয়েছে, তাদের বৈদ্যুতিক গাড়িটিতে 'সুপার বৈদ্যুতিক মোটর' প্রযুক্তি আছে, যা টেসলার চেয়ে দ্রুত গতি সরবরাহ করতে সক্ষম।

রয়টার্স বলছে, কয়েক মাসের মধ্যে গাড়িটি বাজারে বিক্রি শুরু হবে। তবে, তারা এমন সময়ে গাড়িটি বাজারে আনছে যখন বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীনের উৎপাদন ক্ষমতা বাড়লেও চাহিদা কমে যাচ্ছে।

শাওমির প্রধান নির্বাহী লেই জুন বলেন, 'আগামী ১৫ থেকে ২০ বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা বিশ্বের শীর্ষ পাঁচ গাড়ি নির্মাতাদের একটিতে পরিণত হব। চীনের সামগ্রিক অটোমোবাইল শিল্পকে বিশ্ববাজারে তুলে ধরার চেষ্টা করব।'

শাওমির জনপ্রিয় ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে যুক্ত অপারেটিং সিস্টেমের কারণে এসইউ সেভেন গাড়িটি গ্রাহক আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। এর চালক শাওমির মোবাইল অ্যাপগুলোতে নিরবচ্ছিন্ন অ্যাক্সেস পাবেন।

সাংহাইভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান অটোমোবিলিটির সিইও বিল রুশো বলেন, শাওমি একটি সুপ্রতিষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড। তাদের কোটি কোটি গ্রাহক আছে।

এসইউ সেভেন দুটি সংস্করণে আসবে। একটির একবার চার্জে ৬৬৮ কিলোমিটার (৪১৫ মাইল) পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ থাকবে। অন্যটির ৮০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ থাকবে। তবে, এর এখনো দাম ঘোষণা করা হয়নি।

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

4h ago