উড়োজাহাজের পেছনে থাকায় বেঁচে যান দুই ফ্লাইট অ্যাটেনডেন্ট
দক্ষিণ কোরিয়ার ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় উদ্ধার পেয়েছেন দুই আরোহী। তারা দুইজনই ফ্লাইট অ্যাটেনডেন্ট। দুর্ঘটনার সময় উড়োজাহাজের পেছন দিকে থাকায় প্রাণে বেঁচে গেছেন তারা।
আজ রোববার এই তথ্য জানিয়েছে কোরিয়া হেরাল্ড।
উদ্ধার পাওয়া ফ্লাইট অ্যাটেনডেন্টরা হলেন ২২ বছর বয়সী এক পুরুষ ও ২৫ বছর বয়সী নারী । তাদের নাম পরিচয় প্রকাশ করেনি স্থানীয় গণমাধ্যম।
জিওননাম ফায়ার সার্ভিসের সংবাদ ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, আহত হলেও তারা দুইজনই উদ্ধারের সময় সজাগ ছিলেন।
মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে মোকপো শহরের এক হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্এভিসের বরাত দিয় এএফপি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ৩টা পর্যন্ত ১৮১ আরোহীর মধ্যে ১২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, উদ্ধার পাওয়া ওই দুই ফ্লাইট অ্যাটেনডেন্ট ছাড়া বাকি সব আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার দিনের শুরুতে ব্যাংকক থেকে এই ফ্লাইটটি ছেড়ে যায়। সকাল নয়টার দিকে জেজু এয়ারের উড়োজাহাজটি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে ধাক্কা খায়। নিমিষেই উড়োজাহাজটিকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয়।
প্রাথমিকভাবে পাখির সঙ্গে ধাক্কা লাগা ও বৈরি আবহাওয়াকে এই দুর্ঘটনার কারণ বলে অভিহিত করেছে ফায়ার সার্ভিস।
Comments