সিরিয়ার হারমন পর্বতও ইসরায়েলের দখলে
বাশার আল আসাদের পতনের সিরিয়ায় আধিপত্য বিস্তার শুরু করেছে ইসরায়েল। রোববার সিরিয়া-ইসরায়েল সীমান্তের 'বাফার জোন' অধিগ্রহণের পর হারমন পর্বতের সিরিয়ার অংশের দখল নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। এরপর ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। এই চুক্তির পর গত ৫০ বছরে সীমিত অভিযান ছাড়া এই রেখা অতিক্রম করেনি ইসরায়েল।
কিন্তু রোববার আসাদ পালিয়ে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের চুক্তির আর কার্যকারিতা নেই।
তিনি বলেন, 'মন্ত্রিপরিষদের সমর্থন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে আমি আইডিএফকে (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) বাফার জোন এবং এর কাছাকাছি প্রভাবশালী জায়গাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছি। আমরা কোনো শত্রুকে আমাদের সীমান্তের কাছে আসতে দেবো না।'
তার এই ঘোষণার পর বাফার জোনের সিরিয়া অংশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় আইডিএফ।
একইদিনে বাফার জোন থেকে অগ্রসর হয়ে সিরিয়া-লেবানন সীমান্তে অবস্থিত হারমন পর্বতের দখলও নিয়ে নেয় তারা।
জেরুজালেম পোস্ট জানায়, হারমন এই সীমান্ত অঞ্চলের সবচেয়ে উঁচু স্থান হওয়ায় এটি সামরিক অবস্থানের বেলায় কৌশলগত সুবিধা নিয়ে আসে। যে কারণে বাফার জোনের পর প্রথমেই এই পর্বতের দখল নিয়েছে আইডিএফ।
Comments