আসাদের পতনের পর সিরিয়াজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা

সিরিয়া
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে সিরিয়ায়। ছবি: এএফপি

বাশার আল আসাদের পতনের পর সিরিয়াজুড়ে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

রোববার সিরিয়ার সরকারি অস্ত্রাগার ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। আর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুগুলোতে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

টাইমস অব ইসরায়েল জানায়, সুবাইদা, দারা ও দামেস্ক প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনা ও অস্ত্রাগারে বিমান হামলা করেছে ইসরায়েল। রাজধানী দামেস্কের সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাতেও আক্রমণ করা হয়েছে। এ ছাড়া সিরিয়ার বিভিন্ন স্থানে বেশ কিছু বিমানঘাঁটি হামলার শিকার হয়েছে।

এসব অস্ত্রাগার ও স্থাপনা যেন কোনো 'শত্রুপক্ষের' হাতে না যায়, সেজন্য এমন হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে আইডিএফ।

এদিকে পেন্টাগনের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার সিরিয়ার অন্তত ৭৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সবগুলো হামলাই আইএস-অধ্যুষিত অঞ্চলে এবং এতে বেসামরিক নাগরিকের ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে।

পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের জেনারেল মাইকেল এরিক কুরিলার দাবি, আইএস যেন আসাদ সরকারের পতনের সুযোগ নিতে না পারে, সেজন্য এসব হামলা চালানো হয়েছে।

গতকাল বিদ্রোহীদের অভিযানের মুখে পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

রোববার বিদ্রোহী যোদ্ধারা দামেস্ক নিয়ন্ত্রণে নেওয়ার পর সিরিয়ায় আসাদ পরিবারের প্রায় পাঁচ দশকেরও বেশি সময়ের শাসনের অবসান হয়।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago