হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৫ ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পাঁচ ইসরায়েলি সেনা নিহত ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।

গতকাল রাতের এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সংক্ষিপ্ত ঘোষণায় আইডিএফ জানায়, 'গতকাল যুদ্ধ লড়ার সময় তারা নিহত হন।'

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে নিহত সেনারা হলেন বেইত ইতঝাক-শা'আর হেফার এলাকার বাসিন্দা মেজর ডান মাওরি (৪৩), জেরুজালেমের বাসিন্দা ক্যাপ্টেন আলন সাফরাই (২৮), বাট হেফের থেকে আসা ওয়ারেন্ট অফিসার ওমরা লোতান (৪৭), শমরাট থেকে ওয়ারেন্ট অফিসার গাই ইডান (৫১) এবং এইন হাবেসোরের বাসিন্দা মাস্টার সার্জেন্ট টম সেগাল (২৮)।

নিহতরা সবাই 'রিজার্ভ সেনা' ছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

দক্ষিণ লেবাননের শহরতলীতে ইসরায়েলি হামলার পরের পরিস্থিতি। ছবি: রয়টার্স
দক্ষিণ লেবাননের শহরতলীতে ইসরায়েলি হামলার পরের পরিস্থিতি। ছবি: রয়টার্স

তারা সবাই অষ্টম আর্মার্ড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের যোদ্ধা ছিলেন। মাওরি ছিলেন সহকারী ব্যাটালিয়ন কমান্ডার।

আইডিএফের প্রাথমিক তদন্ত মতে, সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন।

তারা সে সময় গ্রামের একটি ভবনে অভিযান চালাচ্ছিলেন বলে জানা গেছে ।

৩০ সেপ্টেম্বর লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। সেদিন থেকে আজ পর্যন্ত মোট ৩২ ইসরায়েলি সেনা লেবাননে হয়েছেন।

লেবাননের দক্ষিণাঞ্চলের এই লড়াইয়ে চার গুরুতর আহত সেনার পাশাপাশি আরও বেশ কয়েকজন সেনা হালকা থেকে মধ্যম মাত্রার আঘাত পেয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

14h ago