৯৬ আসনে জয় পেয়ে ইমরান সমর্থিত স্বতন্ত্ররা এগিয়ে, পিএমএল-এন ৭০, পিপিপি ৫৩

নির্বাচনে এগিয়ে থাকার খবরে পিটিআই সমর্থকদের উল্লাস। ছবি: রয়টার্স

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ২৬৫ আসনের মধ্যে ২৪৪ আসনের প্রাথমিক ফলাফলে ৯৬ আসনে জয় নিয়ে এগিয়ে রয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

অপরদিকে, নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জয় পেয়েছে ৭০ আসনে এবং বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩ আসন।

শুক্রবার রাত ১২টার পর জিও নিউজের লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

নির্বাচনে 'বিজয়' দাবি ইমরানের খানের

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি অডিও-ভিজ্যুয়াল বার্তায় নির্বাচনে বিজয় দাবি করেছেন।  

রয়টার্স বলছে, বার্তায় নওয়াজ শরিফের 'বিজয় অর্জনের' দাবিকে প্রত্যাখ্যান করে ইমরান খান তার সমর্থদের জয় উদযাপনের আহ্বান জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৫ আসনে (একটি স্থগিত) ভোটগ্রহণ হয়। এককভাবে কোনো দলের সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন। 

দেশটির জাতীয় পরিষদে মোট আসন ৩৩৬টি। এরমধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোটগ্রহণ হয়। আর ৬০টি আসন সংরক্ষিত নারী ও ১০টি সংরক্ষিত সংখ্যালঘুদের জন্য।

 

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

6h ago