জোট সরকার গঠনে যাদের সঙ্গে যোগাযোগ করছেন নওয়াজ শরিফ

লাহোরে পিএমএল-এনের সদর দপ্তরে প্রাক বিজয় ভাষণ দিচ্ছেন নওয়াজ শরিফ। ছবি: জিও নিউজ

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে থাকলেও অন্যদের নিয়ে জোট সরকার গঠনের ইচ্ছার কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ।

আজ শুক্রবার রাতে ডন ও জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লাহোরে পিএমএল-এনের সদর দপ্তরে প্রাক বিজয় ভাষণে নওয়াজ শরিফ বলেন, 'জোট সরকার গঠনের জন্য তিনি তার ছোট ভাই শাহবাজ শরিফকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আসিফ আলি জারদারি, জামিয়াত উলেমা ইসলাম–ফজলের (জেইউআই–এফ) ফজলুর রেহমান এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম-পি) পাকিস্তানের খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।'

তিনি বলেন, 'এজন্য আজ শাহবাজ শরিফ ও পিএমএল-এনের নেতা ইসহাক দার বৈঠকে বসবেন।'

নওয়াজ শরিফ বলেন, 'পিএমএল-এন লড়াই করতে চায়নি, কেননা এর ভার বহনের সক্ষমতা পাকিস্তানের নেই। এই মুহূর্তে পাকিস্তানের ১০ বছরের স্থিতিশীলতা প্রয়োজন।'

তিনি বলেন, 'পাকিস্তান বর্তমানে যে সংকটের মধ্যে রয়েছে, তা থেকে বের করে আনতে সব রাজনৈতিক দলের একসঙ্গে বসে সরকার গঠন করা দরকার। আমরা বারবার নির্বাচন করতে পারব না।'

তার দল স্বতন্ত্র প্রার্থীসহ সব দলের ম্যান্ডেটকে সম্মান করে জানিয়ে নওয়াজ শরিফ আরও বলেন, 'বিধ্বস্ত পাকিস্তানকে পুনর্গঠন করতে আজ আমরা সবাইকে আমাদের সঙ্গে বসার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য কেবল একটি সুখী পাকিস্তান।'

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago