বাইডেনের পড়ে যাওয়া নিয়ে ট্রাম্পের রসিকতা
কলোরাডোয় এয়ার ফোর্স একাডেমিতে স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেনের হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনায় রসিকতা করতে ছাড়েননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প একই স্থানের একটি মঞ্চ থেকে হেলেদুলে সতর্কভাবে নামার ঘটনায় ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ট্রাম্পকে নিয়ে উপহাস করেছিলেন।
সেসময় বাইডেন বলেছিলেন, 'দেখুন, তিনি কীভাবে হাঁটছেন। দেখুন আমি কীভাবে হাঁটি।'
আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রার্থী হতে ইচ্ছুক ডোনাল্ড ট্রাম্প আইওয়া অঙ্গরাজ্যে প্রচারণা অনুষ্ঠানে বাইডেনের পড়ে যাওয়া নিয়ে বলেছেন, 'পুরো ঘটনাটিই অদ্ভুত।'
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট বাইডেনের (৮০) বয়স নিয়ে প্রায়ই মশকরা করেন ৭৬ বছর বয়সী ট্রাম্প।
বাইডেনের পড়ে যাওয়া ট্রাম্প আরও বলেন, 'আশা করি, তিনি ব্যথা পাননি।'
'এমন ঘটনা থেকে উৎসাহ পাওয়ার কিছু নেই' বলেও মন্তব্য করেন সাবেক এই প্রেসিডেন্ট।
অন্যদিকে, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এক প্রচারণা অনুষ্ঠানে বাইডেনের পড়ে যাওয়া প্রসঙ্গে বলেন, 'আশা করি, জো বাইডেন দ্রুত সেরে উঠবেন।'
হোয়াইট হাউসের গণযোগাযোগ বিভাগের পরিচালক গতকাল এক টুইটে বলেন, 'প্রেসিডেন্ট বাইডেন সুস্থ আছেন।'
গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরে বাইডেন সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে বলেন, 'বালুর বস্তায় পা আটকে গিয়েছিল।'
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, অনুষ্ঠান মঞ্চে যাওয়ার সময় একটি কালো বালুর বস্তায় হোঁচট খান প্রেসিডেন্ট বাইডেন।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারিন জঁ-পিরে বলেছেন, 'বাইডেন পুরোপুরি সুস্থ বোধ করছেন।'
সমালোচকরা মনে করেন, বাইডেন এতই প্রবীণ যে তিনি দ্বিতীয় মেয়াদে লড়াইয়ের জন্য যোগ্য নন।
Comments