আমরা ত্রাসের রাজত্বের মুখোমুখি: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, ইমরান খান, পাকিস্তান,
ইমরান খান। রয়টার্স ফাইল ফটো

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তার দল 'ত্রাসের রাজত্বের' মুখোমুখি হয়েছে। পিটিআইয়ের কয়েকজন নেতা ও সদস্যকে গ্রেপ্তারের সমালোচনা করে এ কথা বলেন তিনি।

ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারের তিনি এ কথা বলেন বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

ইমরান খান বলেন, 'নজিরবিহীন দমন-পীড়ন চলছে। আমার পুরো সিনিয়র নেতৃত্ব কারাগারে। তারা আদালত থেকে জামিন পায় এবং আদালত থেকে বেরিয়ে আসার পর তারা আবার গ্রেপ্তার হয়... এই মুহূর্তে এটি একটি ত্রাসের রাজত্ব, যা আমরা মোকাবিলা করছি।'

তিনি আবারও গ্রেপ্তারের আশঙ্কা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, 'আমাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে।'

এদিকে জামান পার্ক থেকে পালানোর সময় ৮ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পাঞ্জাব পুলিশ।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব পুলিশের সিনিয়র পুলিশ সুপার হাসান জাভিদ বলেছেন- সন্দেহভাজনরা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কাছের একটি সেতু দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।

তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, 'আমাদের কাছে তথ্য আছে, এসব ঘটনার সঙ্গে জড়িত ৩০ থেকে ৪০ জন ভেতরে লুকিয়ে আছে। তাই আমরা চেকপোস্ট বসিয়েছি। এ মুহূর্তে আমরা ৮ জনকে হেফাজতে নিয়েছি।'

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

38m ago