কর্ণাটকে পরাজয় মেনে নিয়েছে বিজেপি

কর্ণাটকে কংগ্রেস
বাসবরাজ এস বোমাই। ছবি: দ্য স্টেটসম্যান

ভারতের দক্ষিণাঞ্চলে বিজেপিশাসিত রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের প্রাথমিক গণনায় বিরোধী কংগ্রেসের ১২০টির বেশি আসনে এগিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হওয়ায় সেখানে পরাজয় মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমাই।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, নিজ দলের পরাজয় মেনে নিয়ে মুখ্যমন্ত্রী বাসবরাজ সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকর্মীদের নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও আমরা প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ হয়েছি।'

'আমরা এই ফলাফল মেনে নিয়ে আগামী লোকসভা নির্বাচনের প্রতি মনোযোগ দেব,' যোগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে পাওয়া তথ্যে দেখা গেছে, বিধানসভার ২২৪ আসনের মধ্যে এখন পর্যন্ত কংগ্রেস ১৩৫ আসনে এগিয়ে আছে। ক্ষমতাসীন বিজেপি এগিয়ে আছে ৬৪ আসনে।

তৃতীয় অবস্থানে থাকা ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) এগিয়ে আছে ২২ আসনে। বাকি ৩ আসনে এগিয়ে আছে অন্যরা।

জেডিএস ও অন্যদের নিয়ে বিজেপি আবারও ক্ষমতায় ফিরতে পারে এমন আশঙ্কার মধ্যে জেডিএস নেতা এইচডি কুমারাস্বামী গণমাধ্যমকে জানান, তিনি কোনো দলের সঙ্গেই যোগাযোগ রাখছেন না। তার দাবি, বুথফেরত জরিপের পর ঝুলন্ত বিধানসভা হতে পারে এমন ধারণা পাওয়ার পর কংগ্রেস ও বিজেপি তার সঙ্গে যোগাযোগ করেছিল।

'আমরা ছোট দল। আমার কোনো চাহিদা নেই। আমি ভালো কিছুর আশা করছি,' যোগ করেন তিনি।

সংবাদ প্রতিবেদন অনুসারে, গতবারের তুলনায় বিজেপি এবার ৪০ আসন হারাতে পারে। অন্যদিকে, কংগ্রেসের বাড়তে পারে ৫৫টি আসন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

2h ago