পিটিআইয়ের বিক্ষোভ স্থগিত, জরুরি সংবাদ সম্মেলনের ডাক বুশরা বিবির

পিটিআই, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ,
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ চলাকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ২৬ নভেম্বর, ২০২৪। ছবি: এএফপি

পাকিস্তানের ইসলামাবাদ শহরের রেড জোনে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে একদিনের সংঘর্ষের পর আপাতত বিক্ষোভ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে পিটিআই। বুধবার সকাল ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।

আজ বুধবার ভোরে পিটিআই এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে পিটিআই সমর্থকরা ভারী ব্যারিকেড ঘেরা ডি-চকের দিকে অগ্রসর হলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

বুধবার ভোরে পিটিআিই তাদের অফিসিয়াল এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, 'বর্বরতা ও রাজধানীর নিরস্ত্র মানুষদের কসাইখানায় পরিণত করার সরকারি পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ আপাতত স্থগিত রাখার ঘোষণা দিচ্ছি।'

এতে আরও বলা হয়, দলের রাজনৈতিক ও মূল কমিটিগুলোর কাছে 'রাষ্ট্রীয় বর্বরতার তথ্য-উপাত্ত' তুলে ধরার পর কারাবন্দি ইমরান খানের 'নির্দেশনার আলোকে' ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।

পিটিআই মুখপাত্রের জারি করা বিবৃতিতে অভিযানের নামে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে 'হত্যা' এবং 'সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৃশংসতার' নিন্দা জানানো হয়েছে।

পৃথকভাবে বুশরা বিবি, মুখ্যমন্ত্রী গন্দাপুর ও জাতীয় পরিষদের বিরোধী নেতা ওমর আইয়ুব খান আজ সকাল ১১টায় একটি জরুরি সংবাদ সম্মেলন করবেন।

এক বিবৃতিতে পিটিআইয়ের হাজারা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইমুর সালিম স্বাতি বলেন, পাখতুনখোয়া প্রদেশের স্পিকার বাবর সালিম সোয়াতির বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার পিটিআই সমর্থকরা যখন ইসলামাবাদে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত দুজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়।

পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) দুই বেসামরিক নাগরিকের মৃত্যু ও নিরাপত্তা কর্মীসহ প্রায় ৬০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কমপক্ষে তিনজন আহত পুলিশ সদস্য ও ১০ জন বেসামরিক নাগরিককেও চিকিৎসার জন্য পলিক্লিনিকে স্থানান্তর করা হয়েছে।

কর্মকর্তারা ও হাসপাতাল সূত্র জানিয়েছে, তিন দিনের বিক্ষোভে কমপক্ষে ছয়জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একজন পুলিশ সদস্য এবং তিন রেঞ্জার্স কর্মকর্তা আছেন।

Comments

The Daily Star  | English

Hasina’s final days before the fall

A desire to cling to power, intolerance for dissent and failure to see the writing on the wall were what eventually unravel Sheikh Hasina’s iron-fisted rule of 15 years.

7h ago