হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগসহ ৬ দাবি ফার্মাসিস্ট ফোরামের

হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম।

আজ মঙ্গলবার স্বাস্থ্য সচিবের সঙ্গে এক সভায় তারা দাবিগুলো উপস্থাপন করেন।

সভায় দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় সরকারি হাসপাতালগুলোতে ফার্মাসিস্ট পদ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের দাবিগুলোর মধ্যে আছে হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ, ওষুধ প্রশাসনের প্রতি জেলায় অন্তত ২ জন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল পদটি গ্রাজুয়েট ফার্মাসিস্টের জন্য নির্ধারণ করা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক সব কমিটিতে একজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট অন্তর্ভুক্ত।

Comments

The Daily Star  | English

Commercial banks’ lending to govt jumps 60%

With the central bank halting direct financing by printing new notes, the government also has no option but to turn to commercial banks to meet its fiscal needs.

11h ago