আন্দোলনে আহতদের স্বাস্থ্যকার্ড বিতরণ বুধবার থেকে
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য আগামীকাল বুধবার থেকে স্বাস্থ্যকার্ড বিতরণ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল ১ জানুয়ারি বছরের প্রথম দিনে ৩৬ জুলাইয়ের আহত যোদ্ধাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যকার্ড ইস্যু করা হচ্ছে।
আগামীকাল বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহতের স্বাস্থ্যকার্ড বিতরণের উদ্বোধন করবেন।
এর আগে, নভেম্বরে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়া হবে।
তিনি জানান, আন্দোলনে আহতদের একটি ইউনিক কার্ড দেওয়া হবে, যা দিয়ে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা সেবা পাবেন।
এছাড়া, কিছু বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করবে সরকার। সেসব হাসপাতাল থেকেও বিনামূল্যে চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা।
সেসময় আরও জানানো হয়, যারা ব্যক্তিগত খরচে চিকিৎসা করাচ্ছেন, সেই অর্থ সরকার পরিশোধ করবে। এসব খরচের যাবতীয় কাগজপত্র সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে সরকার।
Comments