ডেঙ্গু নিয়ন্ত্রণে হবে গবেষণা কেন্দ্র, ডিএনসিসি-জাবির সমঝোতা

ডেঙ্গু নিয়ন্ত্রণে হবে গবেষণা কেন্দ্র, ডিএনসিসি-জাবির সমঝোতা
আজ সোমবার দুপুর ১২টার দিকে ডিএনসিসি মিলনায়তনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই ও বইয়ের মোড়ক উন্মোচন করা হয় | ছবি: সংগৃহীত

ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে ডিএনসিসি মিলনায়তনে ডিএনসিসির পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের পক্ষে অধ্যাপক রাশেদা আখতার সমঝোতা স্মারকে সই করেন।

গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে রাশেদা আখতার বলেন, 'এডিস মশা নির্মূল করার জন্য আরও বেশি গবেষণা প্রয়োজন। গবেষণা কেন্দ্রে এডিস মশার বিভিন্ন প্রকার এবং মশার সংখ্যা নিয়ন্ত্রণে ডিএনসিসি যে কীটনাশক ব্যবহার করছে তা পরীক্ষা করবে। গবেষণার ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএনসিসি।'

উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুর রহমান বলেন, 'গবেষণা কেন্দ্রটি এডিস মশার আতঙ্ক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'

এ সময় 'মশার কামড় ক্ষতিকর' শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মশার কামড়ের বিরূপ প্রভাব সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতা বাড়াতে ডিএনসিসির অধীনে বিভিন্ন স্কুলে বইটি বিতরণ করা হবে।

Comments

The Daily Star  | English

$14b a year lost to capital flight during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

13h ago