ঢাকাসহ সারা দেশে সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টা থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা আছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।'
তিনি জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে লঘু নিম্নচাপ হয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় আছে। এর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।'
তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সঙ্গে দমকা-ঝড়ো বাতাস অথবা বজ্রপাত হতে পারে।
'অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরগুলোর জন্য আপাতত কোনো সতর্ক সংকেত নেই,' যোগ করেন তিনি।
Comments