প্রবল বর্ষণে বরিশালে নদীর পানি বিপৎসীমা ছাড়াল
প্রবল বর্ষণের কারণে বরিশাল বিভাগের প্রধান প্রধান নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে বিভাগীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
রোববার পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তাজুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে বরিশাল বিভাগের বিষখালী নদী ঝালকাঠি পয়েন্টে ছয় সেন্টিমিটার ও বরগুনার বেতাগী পয়েন্টে তিন সেন্টিমিটার বেড়েছে। মেঘনা নদী ভোলার তজুমদ্দিন পয়েন্টে ৬৬ সেন্টিমিটার, কচা নদী পিরোজপুরের উমেদপুর পয়েন্টে তিন সেন্টিমিটার ও বলেশ্বর নদী পিরোজপুর পয়েন্টে চার সেন্টিমিটার বেড়েছে।
পাউবো সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৩৭ মিলিমিটার, ভোলা জেলায় ১৫০ মিলিমিটার, ঝালকাঠিতে ১৩৯ মিলিমিটার, পিরোজপুরে ১৫৭ মিলিমিটার, বরগুনা জেলায় ১২৯ মিলিমিটার ও পটুয়াখালী জেলায় ১৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, প্রবল বৃষ্টিতে বরিশাল নগরীরর নিম্নাঞ্চলে পানি জমেছে। পাশাপাশি উপকূলীয় এলাকার অর্ধশতাধিক চরে দুই থেকে চার ফুট পর্যন্ত পানি জমেছে।
Comments