ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে সৌদি প্রবাসীর মৃত্যু

সোহাগ তাদের বাড়ির ১০/১২টি মহিষকে ঘাস খাওয়াতে আব্দুল্লাহর চরে নিয়ে গিয়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে সৌদি প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে আশুগঞ্জের আবদুল্লাহর চরে মহিষ চরাতে গিয়ে তিনি মারা যান।

নিহত সোহাগ নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য মনিলাল সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবাসী সোহাগ তাদের বাড়ির ১০/১২টি মহিষকে ঘাস খাওয়াতে আব্দুল্লাহর চরে নিয়ে যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

পারিবারিক সূত্রের বরাতে তিনি জানান, পাঁচ ভাই ও চার বোনের মধ্যে সোহাগ ছিল তৃতীয়। প্রায় চার মাস আগে সৌদি আরব থেকে ছুটি নিয়ে দেশে আসেন। গত ১০ মার্চ তিনি বিয়ে করেন।

Comments