বজ্রপাতে ৩ জেলায় ৩ জনের মৃত্যু, আহত ৩

বজ্রপাত
প্রতীকী ছবি

বজ্রপাতে নাটোর, নওগাঁ ও নেত্রকোণায় তিন জন মারা গেছেন।

আজ শুক্রবার সকালে নাটোর ও নওগাঁর হালতি বিলের পৃথক এলাকায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও একজন।

অন্যদিকে, নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা সদরের গছিখাই  গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আছেন আরও দুজন। 

নাটোর-নওগাঁ

হালতি বিলে বজ্রপাতের আঘাতে নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. মোমিন হোসেন (৩৫) এবং নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের মো. রায়হান (৩০) মারা গেছেন।

নলডাঙ্গা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকালে মোমিন হোসেন হালতি বিলের নলডাঙ্গা অংশে নৌকা নিয়ে শামুক সংগ্রহে যান। আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান। তার সঙ্গে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আত্রাই থানার ওসি মো. সাহাবুদ্দীন বলেন, ভোরে হালতি বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান ক্ষুদ্রবিশা গ্রামের রায়হান। সকাল ৮টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নেত্রকোণা

হাওড়ে মাছ ধরতে গিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে বজ্রপাতে খালিয়াজুরী উপজেলা সদরের গছিখাই গ্রামের তানবীর মিয়া (১৯) মারা গেছে।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন ডেইলি স্টারকে জানান, গত রাতে তানবীরসহ ৩ জন পাশের ইয়ারাবাজ হাওড়ে মাছ ধরতে যান। রাত দেড়টার দিকে বজ্রপাতে তানবীরসহ ৩ জন গুরুতর আহত হন।

অন্য জেলেরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানবীরকে মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

48-hr sit-in begins for fair share of Teesta water

The demonstration is being held simultaneously across five districts—Lalmonirhat, Kurigram, Rangpur, Nilphamari, and Gaibandha

44m ago