নড়াইলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
নড়াইল সদর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন।
আজ সোমবার ভোররাতে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া তিনজন হলেন—খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় (৪৮), যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায় (৫৫) ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫০)।
আহত চিত্ত মালোও কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, নিহতরা শূকর চরাতে ২৫ দিন আগে বাড়ি থেকে বের হয়েছিলেন। বিভিন্ন জেলা ঘুরে তিন দিন আগে নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে পৌঁছান তারা। সোমবার ভোররাতে বৃষ্টি ও বজ্রপাতের সময় তারা চারজনই মাঠে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনজন মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করা নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, মৃতদের মরদেহ উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Comments