নরসিংদী ও জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

Lightning
স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীর বেলাব ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন—বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের চর আমলাব পশ্চিমপাড়ার বাসিন্দা মো. মুক্তার হোসেনের ছেলে মো. প্রদীপ মিয়া ও 
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে মো. হাশেম আলী (১৫)।

আজ শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

স্বজনদের বরাত দিয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুরে প্রদীপ মিয়া বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদের পাড়ে ধান আনতে গিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে, জানান তিনি।

অন্যদিকে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের ধুলোউড়ি এলাকায় বজ্রপাতে মো. হাশেম আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ডেইলি স্টারকে বলেন, 'কয়েকজন মৌসুমি শ্রমিক ঘোড়ার গাড়িতে ধান কাটতে গুনারীতলায় এসেছিলেন। হাশেম তাদেরই একজন।'

'ঘোড়ার গাড়িতে ধান বোঝাই করে তারা কৃষকের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা একটি আমগাছের নিচে আশ্রয় নেন। সে সময় বজ্রপাতের হাশেম মারা যান,' বলেন তিনি।

স্থানীয় বাসিন্দারা হাশেমকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাকিবুল হাসান ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতালে আনার আগেই হাশেম আলীর মৃত্যু হয়েছিল।'

Comments

The Daily Star  | English

Debates over leasing NCT to foreign operator intensifying

The debate over whether to lease out the New Mooring Container Terminal (NCT) at Chittagong Port to a foreign operator is intensifying, with political parties, including the BNP, Jamaat-e-Islami, and left-leaning groups, uniting in opposition.

8h ago