খুলনায় ঘূর্ণিঝড়ে গাছ পড়ে একজনের মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ঘূর্ণিঝড় রিমালে খুলনার বটিয়াঘাটা উপজেলায় গাছের নিচে চাপা পড়ে গতরাতে একজন মারা গেছেন।

মৃত লালচাঁদ মোড়ল (৩৬) সুরখালি ইউনিয়নের গড়িয়ারডাঙ্গা গ্রামের গওহরলাল মোড়লের ছেলে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে জাকির হোসেন ডেইলি স্টারকে বলেন, গতকাল মধ্যরাতে ঘরের লাগোয়া বড় একটি জাম গাছ উপড়ে লাল চাঁদের বসত ঘরে পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

লাল চাঁদের স্ত্রী এবং সন্তান তার শ্বশুরবাড়ি থাকায় তারা প্রাণে বেঁচে গেছেন বলে জানান তিনি।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার ডেইলি স্টারকে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার পরিবার এখন সৎকারের ব্যবস্থা করছে।

Comments

The Daily Star  | English

MATS students stage sit-in at Shahbagh

Around 11:00am, nearly 300 students gathered in front of the National Museum at Shahbagh

1h ago