ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টি, চট্টগ্রামে দেয়াল ধসে একজনের মৃত্যু

আজ সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় চট্টগ্রামে ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী এলাকায় দেয়াল ধসে একজন মারা গেছেন।

আজ সোমবার সকালে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে তিনি মৃত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি। সঞ্জয় বলেন, 'আজ সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রনগর বটতলায় এই দুর্ঘটনা ঘটে।'

সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টির কারণে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়লে ওই ব্যক্তি চাপা পড়েন।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এম এইচ এম মোসাদ্দেক আলী ডেইলি স্টারকে জানিয়েছেন, আজ সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় চট্টগ্রামে ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Comments