সতর্ক সংকেত মোংলা-পায়রায় ৭ ও চট্টগ্রাম-কক্সবাজারে ৬

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘সিত্রাং’
বৃষ্টির সঙ্গে প্রবল বেগে হাওয়া বইছে। ছবিটি আজ সকালে বরিশাল নগরের বানধ রোড থেকে তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী টিটু দাস।

ঘূর্ণিঝড় সিত্রাং বর্তমানে পায়রা বন্দর থেকে প্রায় ৪৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি ১৫ কিলোমিটার বেগে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর খেপুপাড়ার কাছে বরিশাল ও চট্টগ্রামের মধ্যে দিয়ে অতিক্রম করবে।

ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে তারা সতর্কবার্তা দিয়েছে।

সর্বশেষ পূর্বাভাস

ইতোমধ্যে মোংলা ও পায়রাকে সমুদ্রবন্দরে ৭ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাঝারি থেকে তীব্র ঝড়ের কবলে পড়ার সম্ভাবনা থাকলে সাধারণত ৭ নম্বর সংকেত দেখাতে বলা হয়। সেসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।

উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী ও ফেনীও ৭ নম্বর সংকেতের আওতাধীন।

চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Comments