হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে উপজেলার মজলিশপুর গ্রামের খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৬৫) ও একই গ্রামের তাজ উল্লার ছেলে নূর উদ্দিন (৫০) মারা গেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল করিম ও নূর উদ্দিন সকালে মজলিশপুর গ্রামের পাশের হাওরে পিঠাবাড়ি এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন। সকাল ১০টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গ্রামবাসী তাদের মরদেহ বাড়িতে পৌঁছে দেয়।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ দ্য ডেইলি স্টারকে বলেন, বজ্রপাতে মৃত দুজনের পরিচয় সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
Comments