‘এমআর-৯’ সিনেমার বাংলা সংস্করণ আসছে ১ সেপ্টেম্বর
খ্যাতিমান লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের 'ধ্বংস পাহাড়' অবলম্বনে তৈরি হয়েছে 'এমআর-৯: ডু অর ডাই' সিনেমাটি। সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়।
আসিফ আকবরের পরিচালনায় নির্মিত সিনেমাটি গত ২৫ আগস্ট মুক্তি পায়। তবে সেটা ছিল ইংরেজি সংস্করণ।
এবার বাংলা সংস্করণে সিনেমাটি পরিবেশনার অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড। আজ সোমবার সিনেমাটির বাংলা সংস্করণ সেন্সর ছাড়পত্র পেয়েছে।
সিনেমাটির বাংলাদেশি প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
জাজ মাল্টিমিডিয়া জানায়, 'এমআর-৯: ডু অর ডাই' সিনেমার ইংরেজি সংস্করণ দেখতে গিয়ে বাংলাদেশি দর্শকরা কিছুটা অসুবিধা বোধ করেছেন। এবার সিনেমাটি বাংলা সংস্করণের সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলা সংস্করণ চলবে প্রেক্ষাগৃহে।
সিনেমাটিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন। তার বিপরীতে আছেন ভারতের অভিনেত্রী সাক্ষী প্রধান।
বাংলাদেশি অভিনয়শিল্পীদের মধ্যে আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি। হলিউডের অভিনেতাদের মধ্যে ফ্রাঙ্ক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, নিকো ফস্টার।
Comments