কলকাতার সঙ্গে ঢাকায় একইদিনে ‘হুব্বা’ মুক্তি ১৯ জানুয়ারি

‘হুব্বা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম।
হুব্বা
হুব্বা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

আগামী ১৯ জানুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে ব্রাত্য বসু পরিচালিত সিনেমা 'হুব্বা'। 

সাফটা চুক্তির অধীনে একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

সিনেমাটির আমদানিকারক জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

'হুব্বা' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, 'হুব্বা' সিনেমা আনার অনুমতি পাওয়া গেছে। দুয়েকদিনের মধ্যেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। ছাড়পত্র পেলেই সিনেমা মুক্তিতে আর  বাধা থাকবে না। 

'হব্বা' সিনেমাটি তৈরি হয়েছে কলকাতার হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলকে কেন্দ্র করে, যিনি হুগলির দাউদ ইব্রাহিম বলে পরিচিত। 

Comments