‘অন্তর্জাল’ সিনেমার রহস্যময় পোস্টার প্রকাশ

‘অন্তর্জাল’ সিনেমার রহস্যময় পোস্টার প্রকাশ
দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমার পোস্টার গতকাল প্রকাশিত হয়েছে।

দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার 'অন্তর্জাল' সিনেমার পোস্টার গতকাল  প্রকাশিত হয়েছে। পোস্টারজুড়ে রয়েছে নানান রহস্য। 

গাঢ় রঙের ৩০টির বেশি হুডি, কিন্তু মুখ দেখা যাচ্ছে মাত্র ৬ জনের! এমন অনেক রহস্য জানান দিতে সিনেমাটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে। এমন ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

'অন্তর্জাল' সিনেমাটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমনসহ অনেকেই।

'অন্তর্জাল' সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত হয়েছে।

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

54m ago