‘অন্তর্জাল’ মুক্তির চূড়ান্ত তারিখ জানা গেল

অন্তর্জাল সিনেমার একটি পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তির কথা ছিল বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র 'অন্তর্জাল'। 

টিজার, গান, সংবাদ সম্মেলনসহ সব ধরনের প্রচারণা শেষ করলেও ঈদে আর মুক্তি পায়নি সিনেমাটি। 

এবার মুক্তির নতুন তারিখ জানালেন পরিচালক দীপঙ্কর দীপন।

নির্মাতা দীপঙ্কর দীপন ডেইলি স্টারকে বলেন, 'বাংলাদেশের সিনেমা হলের ব্যবসা ঈদকেন্দ্রিক না হয়ে সারা বছরের হোক। নয়তো সিনেমা হল টিকে থাকতে পারবে না। ৩টি সিনেমা ভালো ব্যবসা করছে।'

'ঈদের সিনেমাগুলোর ব্যবসা ও শোকের মাস আগস্টকে মাথায় রেখে আমরা "অন্তর্জাল" মুক্তির তারিখ চূড়ান্ত করেছি ৮ সেপ্টেম্বর,' বলেন তিনি।

দীপন আরও বলেন, 'অন্তর্জাল সিনেমার একটি ঝলক আপনারা টিজারে দেখেছেন মাত্র। সেটি শুধুই ঝলক। অন্তর্জাল সিনেমায় আরেও আছে অনেক কিছু। এছাড়া আধুনিক টেকনোলজি- হলোগ্রাফিক ক্যারেক্টার, হোম অ্যাপ্লায়েন্স রোবট, সিকিউরিটি রোবট-রোবোড্রোন, লেজার প্রটেক্টেড প্রিজন ইত্যাদি সুষ্ঠুভাবে করার জন্য প্রচুর থ্রিডি অ্যানিমেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। প্রায় ৯৫ হাজার ফ্রেমের ভিএফএক্স ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশে প্রথম।'

'অন্তর্জাল' সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল। 

গল্প লিখেছেন দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। 

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

10h ago