বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় আগামীকাল মুক্তি পাচ্ছে অন্তর্জাল

অন্তর্জাল সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
অন্তর্জাল সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঢাকা অ্যাটাক খ্যাত চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন পরিচালিত নতুন সিনেমা অন্তর্জাল মুক্তি পাচ্ছে আগামীকাল ২২ সেপ্টেম্বর।

দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার হিসেবে বিবেচিত এই সিনেমা কেবল বাংলাদেশে নয়, একই দিন দেশের বাইরেও মুক্তি পাচ্ছে।

সিনেমার কলাকুশলী। ছবি: সংগৃহীত
সিনেমার কলাকুশলী। ছবি: সংগৃহীত

আমেরিকা ও কানাডার  ১৫০ প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন ২২ সেপ্টেম্বর থেকেই। এটি ঢালিউডের  সিনেমার ক্ষেত্রে অনন্য এক রেকর্ড, কারণ মুক্তির সময় দেশের চেয়ে বিদেশের মাটিতে এর প্রেক্ষাগৃহের সংখ্যা বেশি।

অন্তর্জালে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, রওনক হাসান, প্রমুখ ।

ইতোমধ্যে প্রচারণার অংশ হিসেবে 'ওয়েলকাম টু অন্তর্জাল' গানটি প্রকাশ পেয়েছে।

এই সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির কথা ছিল। সে সময় টিজার, গান, সংবাদ সম্মেলনসহ সব ধরনের প্রচারণা শেষ করলেও ঈদে আর মুক্তি পায়নি সিনেমাটি। 

গল্প লিখেছেন দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। 

 

Comments

The Daily Star  | English

Man killed as oil tanker crashes into car showroom in Natun Bazar

The deceased, whose identity could not be confirmed, was approximately 25-26 years old, said police

4h ago