মিম যখন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট

মিম যখন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট
বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম। এবারের ঈদে নিশাত হয়ে দর্শকদের সামনে আসছেন রূপালি পর্দায়। অন্তর্জাল সিনেমায় নিশাত চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

অন্তর্জাল সিনেমার নিশাত চরিত্রটি সম্পর্কে মিম বলেন, 'আমার দীর্ঘ ক্যারিয়ারে ২০তম মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে যাচ্ছে অন্তর্জাল। এটি এবারের ঈদে মুক্তি পাবে। এমন চরিত্রে আগে কখনো অভিনয় করিনি।'

বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নিশাত চরিত্রটি নিয়ে মিম আরও বলেন, 'সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হচ্ছে নিশাত। এরকম একটি চরিত্রে অভিনয় করে সত্যি ভালো লেগেছে। অন্তর্জাল সিনেমার অন্যতম প্রধান চরিত্র এটি।'

বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এক প্রশ্নের জবাবে মিম বলেন, 'রহস্যঘেরা এই জগতের রহস্য কি উদঘাটন করতে পারবে নিশাত? না কি হারিয়ে যাবে জালের গভীরে? তা জানার জন্য দর্শকদের প্রেক্ষাগৃহে আসতে হবে।'

গত বছরজুড়ে মিম আলোচনায় ছিলেন পরাণ ও দামাল সিনেমা দিয়ে। সম্প্রতি কলকাতায় পরাণ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন (টেলিসিনে অ্যাওয়ার্ড)।

মিম বলেন, অন্তর্জাল সিনেমাটিও দর্শকমহলে সাড়া পড়বে ।

Comments