রজনীকান্তের সিনেমা দেখতে অফিস ছুটি

রজনীকান্ত, চেন্নাই, বেঙ্গালুরু, জেলার,
রজনীকান্ত। ছবি: সংগৃহীত

আগামী ১০ আগস্ট মুক্তি পাবে সুপারস্টার রজনীকান্তের জেলার সিনেমা। সিনেমাটি মুক্তির দিন চেন্নাই ও বেঙ্গালুরুর কিছু অফিস কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করেছে। শুধু তাই নয়, কোম্পানিগুলো তাদের কর্মীদের বিনামূল্যে টিকিটও দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রজনীকান্তের ভক্তরা দু'বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। এই সিনেমার মাধ্যমে থালাইভার আবারও বড় পর্দায় ফিরছেন। তাই ভক্তরা পোস্টার ও মালা দিয়ে স্থানীয় থিয়েটারগুলো সাজাতে শুরু করেছেন।

ভারতের আরেক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাই ও তামিলনাড়ুর কয়েকটি অফিস তাদের কর্মীদের বিনামূল্যে টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

3h ago