‘জেলার’ মুক্তির ১০ দিনে ৫০০ কোটি রুপি আয়

জেলার সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা 'জেলার' মুক্তি পেয়েছে গত ১০ আগস্ট। মুক্তির পর থেকে বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসা করছে সিনেমাটি। 

গতকাল মুক্তির ১০ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।

বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, গতকাল শনিবার মুক্তির দশম দিনে ভারতের সব ভাষায় ১৮ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ৪৮ কোটির বেশি রুপি আয় করেছিল 'জেলার', যা তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের রেকর্ড। 

অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যে কোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়ে। 

শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এ বছর মুক্তি পাওয়া যে কোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ।

'জেলার' সিনেমাটির এখন পর্যন্ত শুধু ভারতে আয় ২৬৩ দশমিক ৯ কোটি রুপি। প্রথম সপ্তাহে ভারতে সব ভাষায় ২৩৫ কোটি রুপির বেশি আয় করেছিল সিনেমাটি।

২০০ কোটি রুপির বাজেটে 'জেলার' সিনেমাটি নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। 

এ সিনেমায় রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। সিনেমাটিতে আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। 

মালায়লাম তারকা মোহনলালকে সিনেমায় দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে আলোচিত এ সিনেমাটি। 

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago