১৪ আগস্ট মুক্তি পাচ্ছে রজনীকান্তের কুলি

চলচ্চিত্র নির্মাতা লোকেশ কনাগারাজ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা 'কুলি'। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। আগামী ১৪ আগস্ট কুলি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমাটি কেবল রজনীকান্তের জন্য নয়, বরং কাস্টিংয়ের জন্যও ব্যাপক আলোচিত হচ্ছে। এই সিনেমাতে নাগার্জুনা, উপেন্দ্র, সৌবিন শাহির, সত্যরাজ ও শ্রুতি হাসান অভিনয় করেছেন। এছাড়াও, আমির খানের একটি বিশেষ ক্যামিও নিয়ে গুঞ্জন আছে।
কুলি সিনেমাটি রজনীকান্তের জন্য বিশেষ। কারণ লোকেশ কনাগারাজের সঙ্গে প্রথমবার কাজ করছেন তিনি। এর আগে লোকেশ পরিচালনা করেছেন 'কাইথি', 'মাস্টার', 'বিক্রম' ও 'লিও'।
'কুলি' কি আদৌ এক হাজার কোটি আয় করবে?
সিনেমাটি নিয়ে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে, সিনেমাটি বক্স অফিসে এক হাজার কোটি রুপি ছাড়িয়ে যাবে কি না। এই বিষয়ে পরিচালক লোকেশ কনাগারাজের প্রতিক্রিয়াও সামনে এসেছে।
যদিও সিনেমার প্লট এখনো প্রকাশ করা হয়নি, তবে সম্প্রতি মুক্তি পাওয়া টিজার দর্শকদের কৌতূহলী করে তুলেছে।
হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে লোকেশ বলেন, 'আমি আসলেই জানি না। এই মুহূর্তে আমি বলতে পারব না, সিনেমাটি এক হাজার কোটি ছুঁবে। কিন্তু আমি একটি সংখ্যা নিশ্চিত করে বলতে পারি, প্রত্যেক দর্শকের খরচ হবে ১৫০ রুপি, তাদের এই খরচ বৃথা যাবে না।'
'আমি সিনেমা বানাই দর্শকের ১৫০ বা ১৯০ রুপিকে টার্গেট করে। এটা টিকিটের দাম, দর্শকের সন্তুষ্টিই আমার লক্ষ্য। এজন্য আমি এক হাজার কোটির দিকে তাকাই না।'
'কুলি' সম্পর্কে কিছু তথ্য
সম্প্রতি তামিল সিনেমা কুলির দ্বিতীয় গান 'মনিকাও' মুক্তি পেয়েছে। এই গানটির মাধ্যমে ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চিকে শ্রদ্ধা জানানো হয়েছে। ১১ জুলাই মুক্তি পাওয়া এই গানে আছেন পূজা হেগড়ে। গানটির সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। সৌবিন শাহির এই গানে নৃত্যশৈলীর জন্য প্রশংসিত হয়েছেন।
Comments