ওটিটিতে বাজিমাত তাসনিয়া ফারিণের

তাসনিয়া ফারিণ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তাসনিয়া ফারিণ অভিনীত শিহাব শাহীন পরিচালিত ওয়েবফিল্ম 'বাবা, সামওয়ান ফলোয়িং মি' মুক্তি পেয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্মে। মুক্তির দিন থেকে ওয়েবফিল্মটির বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। এক রাতের ঘটনা নিয়ে এটি নির্মিত হয়েছে।

তাসনিয়া ফারিণ অভিনীত শিহাব শাহীন পরিচালিত ওয়েবফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ মুক্তি পেয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্মে। ছবি: সংগৃহীত

বাবা-মেয়ের একটি ঘটনাই পর্দায় উঠে এসেছে। গল্পে দেখা যাবে, বিদেশে থাকা অবস্থায় বিজয়া (তাসনিয়া ফারিন) হঠাৎ এক রাতে খেয়াল করে, কেউ একজন তাকে অনুসরণ করছে। বিপদের আঁচ পেয়ে সে তার বাবাকে ফোন করে। কীভাবে তার বাবা সাহায্য করে, আদৌ সাহায্য করতে পারে কি না, সে রাতে কী হয়, আদৌ কেউ অনুসরণ করছিল কি না, করলেও কেন করছিল এসব উত্তর পাবেন দর্শক।

তাসনিয়া ফারিণ। ছবি: শেখ মেহেদি মোর্শেদ/স্টার

ওটিটি প্লাটফর্মে একের পর এক কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তাসনিয়া ফারিণ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'ওটিটি প্ল্যাটফর্ম আসার পর প্রথম করেছি 'লেডিস অ্যান্ড জেন্টেলমেন' ওয়েব সিরিজে। এরপর 'নেটওয়ার্কের বাইরে', 'কারাগার'সহ বেশ কিছু প্রজেক্ট দর্শকরা বেশ পছন্দ করেছে। এখন 'বাবা, সামওয়ান ফলোয়িং মি' কাজটাও  দর্শকরা  দেখছে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে।'

আগামীতে তার অভিনীত শিহাব শাহীনের পরিচালিত 'কাছের মানুষ দূরে থুইয়া' ও কাজল আরেফিন অমি পরিচালিত 'অসময়' নামের ২টি ওয়েবফিল্ম মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

তাসনিয়া ফারিণ। ছবি: শেখ মেহেদি মোর্শেদ/স্টার

তাসনিয়া ফারিণ ওটিটির পাশাপাশি কলকাতার 'আরও এক পৃথিবী' সিনেমায় অভিনয় করেছেন। আগামী মাসে বিপ্লব গোস্বামী পরিচালিত কলকাতার 'পাত্রী চাই' সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

সিনেমাটির চরিত্রের জন্য একটু ওজন বাড়াচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

Comments

The Daily Star  | English
Vehicle sales decline Bangladesh

Vehicle sales plunged in 2024

This marked the steepest decline since the Covid-19 pandemic, when roughly 3.8 lakh vehicles were registered with the BRTA

13h ago