বড়পর্দায় মুখোমুখি ফারিণ-স্পর্শিয়া

২৪ মে সিনেমাহলে আসছে ‘ফাতিমা’ ও ‘সুস্বাগতম’। ছবি: সংগৃহীত

আগামী শুক্রবার ২৪ মে দেশের সিনেমাহলে মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও অর্চিতা স্পর্শিয়া। তারা দুজনই আলাদা সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন।

তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমাটির নাম 'ফাতিমা' ও স্পর্শিয়া অভিনীত সিনেমা 'সুস্বাগতম'।

দুটি সিনেমারই ট্রেলার প্রকাশিত হয়েছে। এর মধ্যে ফারিণ অভিনীত 'ফাতিমা' সিনেমার ট্রেলার বেশ প্রশংসা পাচ্ছে। সিনেমাটি ইতোমধ্যে ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে পুরস্কার পেয়েছে।

ধ্রুব হাসান পরিচালিত 'ফাতিমা' সিনেমাটির শুটিং শেষ হয়েছে প্রায় ছয় বছর আগে। তাসনিয়া ফারিণ অভিনীত বাংলাদেশের তার প্রথম সিনেমা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকাসহ আরও অনেকে।

অন্যদিকে স্পর্শিয়া অভিনীত 'সুস্বাগতম' সিনেমাটি পরিচালনা করেছেন শফিকুল আলম। সিনেমায় স্পর্শিয়ার বিপরীতে আছেন নিরব। সিনেমাটির গল্প একজন নারীর বিমানের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে আবর্তিত হয়েছে।

Comments