কবে কোথায় মুক্তি পাচ্ছে ঈদের ওয়েব কনটেন্ট

ওয়েবফিল্ম হাউ সুইটের পোস্টার। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে ওটিটি প্লাটফর্মগুলোত মুক্তি পাবে বেশ কয়েকটি ওয়েব কনটেন্ট। 

এর মধ্যে রয়েছে রায়হান রাফী নির্মিত 'আমলনামা', আশফাক নিপুন নির্মিত 'জিম্মি', কাজল আরেফিন অমি নির্মিত 'হাউ সুইট'।

ওয়েবসিরিজ জিম্মিতে অভিনয় করেছেন জয়া আহসান। ছবি: সংগৃহীত

কনটেন্টগুলো কবে কোথায় মুক্তি পাচ্ছে তার বিস্তারিত তথ্য নিয়ে এই আয়োজন। 

রায়হান রাফী নির্মিত চরকি অরিজিনাল ফিল্ম 'আমলনামা' আসছে ১৩ মার্চ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, তমা মির্জা, গাজী রাকায়েত প্রমুখ।

রায়হান রাফীর গল্পে 'আমলনামা'র চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম।      

আমলনামার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ঠিক ঈদের দিন ওয়েবফিল্ম 'হাউ সুইট' মুক্তি পাবে ওটিট প্ল্যটফর্ম বঙ্গতে।  কাজল আরেফিন অমি পরিচালিত রোমান্টিক ও কমেডি গল্পের এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। 

এতে আরও অভিনয় করেছেন পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলুসহ অনেকে। 

ঈদে হইচইতে ২৮ মার্চ মুক্তি পাবে জয়া আহসান অভিনীত ওয়েবসিরিজ 'জিম্মি'। 

আশফাক নিপুন নির্মিত এই ওয়েবসিরিজে এই অভিনেত্রীকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে তার প্রমোশন হয়নি। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে তার অভিনীত চরিত্রটি।

সিরিজটির ঈদে মুক্তি পাওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে হইচই কর্তৃপক্ষ। 

এছাড়া শিহাব শাহীন পরিচালিত 'অ্যালেন স্বপন ২' মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবারের ঈদে। 

Comments

The Daily Star  | English

Dengue deaths and infections double in July

The number of dengue deaths and infections in July more than doubled compared to the previous month, underscoring the growing severity of this year’s outbreak.

18h ago