আলোচনায় ইত্যাদিতে প্রচারিত ফারিণ-তাহসানের গান

তাসনিয়া ফারিণ ও তাহসান। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তাসনিয়া ফারিণ গান গেয়ে আলোচনায় আছেন 'রঙে রঙে রঙিন হব' শিরোনামের গানটি ইত্যাদিতে প্রচারের পর থেকেই। গানটিতে তার সহশিল্পী তাহসান। গত কয়েক দিনে গানটির ভিউ প্রায় আট মিলিয়নের বেশি। গানটি গ্লোবাল ট্রেন্ডিংয়েও আছে।

গানটি নিয়ে উপস্থাপক হানিফ সংকেত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'প্রিয় দর্শক, গত ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া "রঙে রঙে রঙিন হব" গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনো অটুট আছে।'

তিনি আরও লিখেছেন, 'আমরা সব সময় চেষ্টা করি ইত্যাদির গানগুলোর কথা, সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রমী হয়। হাজার হাজার দর্শক গানটির প্রশংসা করে গীতিকার, সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিকে প্রশংসা করেছেন। গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান।'

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

11h ago