ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড পেলেন যারা

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, তাসনিয়া ফারিণ, আফরান নিশো,
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: স্টার

বাংলাদেশের বিনোদন জগতকে আরও বিকশিত এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কনটেন্ট ও কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেড তৃতীয়বারের মতো যৌথভাবে আয়োজন করেছে 'ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩'।

গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এবার পপুলার, ক্রিটিকস, মিউজিক ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট—এই চার বিভাগে ৩০টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।

পপুলার বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা-পুরুষ মোশাররফ করিম (মহানগর ২-হইচই), শ্রেষ্ঠ অভিনেতা-নারী যৌথভাবে আজমেরী হক বাঁধন (গুটি-চরকি) ও তাসনিয়া ফারিণ (নিকষ-দীপ্ত প্লে), শ্রেষ্ঠ অভিনেতা-নেগেটিভ চরিত্র আফরান নিশো (সাড়ে ষোল-হইচই), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা-পুরুষ দিব্য জ্যোতি (মহানগর ২-হইচই), সেরা পার্শ্ব অভিনেতা-নারী তানজিকা আমিন (মহানগর ২-হইচই)।

পপুলার বিভাগে শ্রেষ্ঠ পরিচালক-সিরিজ আশফাক নিপুণ (মহানগর ২-হইচই), শ্রেষ্ঠ পরিচালক-ফিল্ম রায়হান রাফী (ফ্রাইডে-বিঞ্জ), সেরা ফিল্ম বাবা সামওয়ান'স ফলোয়িং (বিঞ্জ), সেরা নাটক/সিরিজ মহানগর ২ (হইচই)।

ক্রিটিকস বিভাগে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলাম (মহানগর-হইচই), শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট আতিয়া রহমান (মাইসেলফ অ্যালেন স্বপন-চরকি), শ্রেষ্ঠ সম্পাদনা লিওন রোজারিও (মাইসেলফ অ্যালেন স্বপন-চরকি), শ্রেষ্ঠ চিত্রনাট্য শিহাব শাহীন ও রবিউল ইসলাম রবি (মাইসেলফ অ্যালেন স্বপন-চরকি), শ্রেষ্ঠ অভিনেতা-পুরুষ নাসির উদ্দীন খান (মাইসেলফ অ্যালেন স্বপন-চরকি), শ্রেষ্ঠ অভিনেতা-নারী নাজিয়া হক অর্ষা (জাহান-চরকি)।

এ বিভাগে শ্রেষ্ঠ পরিচালক ফিল্ম/ড্রামা/সিরিজ মিজানুর রহমান আরিয়ান (উনিশ২০-চরকি), সেরা ফিল্ম/ড্রামা/সিরিজ উনিশ২০ (চরকি), সেরা কস্টিউম বিজয়া রত্নাবলী (গুটি-চরকি), সেরা শিল্প নির্দেশক নাইমা জামান (মাইসেলফ অ্যালেন স্বপন-চরকি), সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক খৈয়াম সানু সন্ধি (ভাইরাস-বিঞ্জ), সেরা সাউন্ড ডিজাইন রাজেশ সাহা (গুটি-চরকি)।

মিউজিক বিভাগে শ্রেষ্ঠ শিল্পী মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি (পাখি পাখি মন-উনিশ২০), শ্রেষ্ঠ সুরকার সাজিদ সরকার (পাখি পাখি মন-উনিশ২০), শ্রেষ্ঠ গীতিকার ইন্দ্রনীল চট্টোপাধ্যয় (আগুনের পাখি, বুকের মধ্যে আগুন-হইচই)।

ইন্ডিভিজুয়াল বিভাগে শ্রেষ্ঠ কনটেন্ট ক্রিয়েটর (শিক্ষা/সুস্থতা) নাফিস সেলিম (হানি নাটস এত জনপ্রিয় হলো কীভাবে?), শ্রেষ্ঠ কনটেন্ট ক্রিয়েটর (পডকাস্ট) জন কবির (আই স্টার্টেড অ্যা পডকাস্ট সিজন ৪), শ্রেষ্ঠ কনটেন্ট ক্রিয়েটর (ভ্রমণ) শুভাশিস ভৌমিক-বাপ কা বেটা (বাবাকে নিয়ে ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে), শ্রেষ্ঠ কনটেন্ট ক্রিয়েটর (ফুড অ্যান্ড রেসিপি) পেটুক কাপল (ঢাকায় আদিবাসীদের রেস্টুরেন্টে তাদের রান্নার প্রণালী), শ্রেষ্ঠ কনটেন্ট নির্মাতা (বিনোদন/কমেডি) আরএনএআর (WASTE OF 'MASUD RANA')।

এবারের আয়োজনের অফিসিয়াল পার্টনার ছিল ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এর মাধ্যমে এ আয়োজন পৌঁছে যাচ্ছে সবখানে এবং এর সঙ্গে যুক্ত হচ্ছেন দর্শক, যা শিল্পী ও নির্মাতাদের আরও সৃজনশীল ও প্রয়োজনীয় কনটেন্ট তৈরি করতে উৎসাহ দেবে।

'ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস' আমাদের বিনোদন শিল্পে অনুপ্রেরণার আলোকশিখা হিসেবে কাজ করে যাচ্ছে।

আগের বছরগুলোর সাফল্যের মতো এ বছরের আয়োজনও বাংলাদেশের ডিজিটাল অঙ্গনে বিভিন্ন ধরনের কনটেন্ট উপস্থাপনের পদ্ধতি আরও উন্নত ও উৎসাহিত করবে বলে মনে করেন আয়োজকর।

ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম অনুষ্ঠানে বক্তব্য দেন। তারা বিজয়ীদের অভিনন্দন জানান এবং সামনের দিনগুলোতে এ শিল্পের প্রসারের আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন- ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, আলী ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি।

এবারের আয়োজনের প্রথমার্ধ সঞ্চালনা করেন রাফসান শাবাব ও আজরা মাহমুদ। শেষাংশের সঞ্চালনায় ছিলেন নাজিবা বাশার ও এফ এস নাঈম। আয়োজনের রেড কার্পেটে হাস্যোজ্জ্বল মুখে সবাইকে অভ্যর্থনা জানান সারা আলম ও সৌম্য জ্যোতি।

একক নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা তমা মির্জা, শাহনাজ সুমি ও মুমতাহিনা টয়া। দর্শকদের গান গেয়ে শোনান এলিটা করিম ও তাসফিয়া ফাতিমা তাশফি। পাশাপাশি ছিলেন প্রীতম ও তার ব্যান্ড।

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago