জুনে মূল্যস্ফীতি কমলেও এখনো ৯.৫ শতাংশের বেশি

মূল্যস্ফীতি, রিজার্ভ, অর্থবছর, আইএমএফ,
বাংলাদেশের একটি বাজারের সাধারণ দৃশ্য। স্টার ফাইল ফটো

এ বছরের জুনে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো ৯ দশমিক ৫ শতাংশের ওপরে আছে।

আজ রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, জুনে খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।

জুনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশে, যা চলতি অর্থবছরের জন্য সরকারের ৭ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত বছর কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকবার সুদের হার বাড়ালেও এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ভোক্তা মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে আছে।

অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতিতে আরও কড়াকড়ি আরোপের পরামর্শ দিয়েছেন।

২০২২-২৩ অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ২ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশে, যা মে মাসে ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। 

একই সমেয় খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৫ শতাংশে নেমে এসেছে, যা এক মাস আগে ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসের তুলনায় জুনে গ্রামীণ ও শহর উভয় এলাকায় মূল্যস্ফীতি কমেছে।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

33m ago