কর রাজস্বের ৪৩ শতাংশ সরকারি কর্মচারীদের বেতনে ব্যয়

এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ,

বাংলাদেশ যে পরিমাণ কর সংগ্রহ করে তার ৪৩ শতাংশের বেশি সরকারি কর্মচারীদের বেতন-ভাতা খাতে ব্যয় হয়। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

পিআরআই বলছে, গত ১২ বছরে কর রাজস্ব মোটামুটি ৩৪ দশমিক ৫ শতাংশে স্থিতিশীল থাকলেও সরকারি বেতন-ভাতা বেড়েছে ৪০৬ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে পেনশন ও গ্র্যাচুইটি ৫১৯ শতাংশ বেড়ে ২৯ হাজার ১০০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা মোট কর রাজস্বের ৯ শতাংশের সমান।

পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, 'বেতন-ভাতা বাবদ এই বিশাল ব্যয় নিয়ে আমাদের ভাবা উচিৎ।'

রাজধানীর আমারি ঢাকায় 'বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ-অপরিহার্য ও একটি রোডম্যাপ' শীর্ষক অনুষ্ঠানে এই গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়।

Comments

The Daily Star  | English

Interim govt not taking action following white paper: Economists

The makers of the white paper criticised the government for increasing value-added tax

44m ago