এস আলম, বেক্সিমকোসহ কোনো কোম্পানি বন্ধ করা হবে না: গভর্নর

বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এস আলম বা বেক্সিমকোর মতো কোম্পানির বিরুদ্ধে নয়। কারণ এই কোম্পানিগুলো জাতীয় সম্পদ।

আজ সোমবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, 'ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে, কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপ বা বেক্সিমকোর মতো প্রতিষ্ঠান বন্ধ করবে না বলেও উল্লেখ করেন তিনি।

গভর্নর বলেন, 'আমরা তহবিল স্থানান্তর ঠেকানোর চেষ্টা করছি।'
 

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

14m ago