বেসরকারি প্রভিডেন্ট ফান্ডে কর কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ

আয়কর
স্টার অনলাইন গ্রাফিক্স

বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে কর্মচারী কল্যাণ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) থেকে অর্জিত আয়ের ওপর কর ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিভিন্ন অংশীজনদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা করের পরিমাণ কমিয়েছি।'

চলতি অর্থবছরে আয়কর আইনে বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর প্রভিডেন্ট ফান্ডের ওপর ২৭ দশমিক ৫ শতাংশ কর আরোপ করেছিল সরকার।

এছাড়াও বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি তহবিল ও শ্রমিকদের লভ্যাংশের তহবিলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং করছাড় তুলে নেওয়া হয়।

তবে, আয়কর আইনে সরকারি প্রভিডেন্ট ফান্ডগুলোকে কর অব্যাহতি দেওয়া হয়েছে। যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এবং বিধানটির সমালোচনা করছেন।

 

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago