চট্টগ্রামে ১,৭০০ কেজি চা জব্দ

চট্টগ্রাম, ভ্রাম্যমাণ আদালত, চা, বহদ্দারহাট, বাংলাদেশ চা বোর্ড,
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ২১ বস্তা চা এবং ১ হাজার ২০০ প্যাকেটে প্রায় ১ হাজার ৭০০ কেজি অবৈধ চা জব্দ করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বাংলাদেশ চা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসটিআই লাইসেন্স না থাকা, অবৈধ ট্রেডমার্ক ব্যবহার, চা বোর্ডের লাইসেন্স না থাকা, পঞ্চগড় থেকে চা ক্রয়ের প্রমাণপত্র না পাওয়ায় বহদ্দারহাট এলাকার এসএস ট্রেডিং প্যাকেজিং ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক আবুল হাসান সোহেলকে ফোনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ২০২১ সাল থেকে চায়ের ব্যবসা ছেড়ে দিয়েছেন। বর্তমানে অবৈধভাবে এসএস ট্রেডিংয়ের নাম ব্যবহার করে প্রতিষ্ঠানটির এক কর্মচারী চা ব্যবসা পরিচালনা করছে।

বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, 'শহরের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নামে, বেনামে অবৈধ চা মজুদ এবং অনুমোদনহীন প্যাকেটে বাজারজাত করছে বলে অভিযোগ আছে। চা ব্যবসায় এসব অনিয়ম বন্ধে অভিযান চলমান থাকবে।'

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

52m ago